সোমবার , ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সেই চলন্ত প্রাইভেটকারে ডাকাতি মামলার রহস্য উন্মোচন, র‌্যাবের হাতে ধরা ২ ডাকাত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে প্রাইভেটকারে ডাকাতির ঘটনার সাথে জড়িত একাধিক মামলার দুই শীর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। এর আগে সোমবার (৬ অক্টোবর) বিকেলে পৃথক দুটি অভিযানে সদর উপজেলার সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার নতুন সায়দাবাদ এলাকার রহম আলী শেখের ছেলে মো. বাবু (৩৪) এবং একই এলাকার মো. সহিদের ছেলে সাহা (২৯)।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকায় ঢাকাগামী লেনে ১৪-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল একটি প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালায়। তারা গাড়ি ভাঙচুর করে, যাত্রীদের মারধর করে এবং তাদের কাছ থেকে নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। ডাকাতরা পরবর্তীতে সড়কের পাশে ধানক্ষেতে অন্ধকারের মধ্যে পালিয়ে যায়।

এ ঘটনায় অন্তত চার থেকে পাঁচজন আহত হন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ৫ অক্টোবর যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. রমজান আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মো. বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার ১৫টি মামলা এবং সাহার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মহাসড়কে সংঘটিত ডাকাতি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।গ্রেফতারের পর আসামিদের যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।