বৃহস্পতিবার , ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

তাড়াশে পৌর এলাকার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন মেয়র পদপ্রার্থী আব্দুল বারিক খোন্দকার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ অক্টোবর, ২০২৫

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বিভিন্ন পূজা মন্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন
তাড়াশ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও পৌরসভার মেয়র পদপ্রার্থী আব্দুল বারিক খোন্দকার।

বুধবার (১ অক্টোবর) রাতে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন পৌরসভার মেয়র পদপ্রার্থী আব্দুল বারিক খোন্দকার।পৌর এলাকার বারোয়ারী বটতলা,দাশ পাড়া,ঘোষ পাড়া,গোষাইবাড়ী ,খুটিগাছা, সরকার বাড়ি, গোবিন্দ বাড়ি ,সোলাপাড়া সহ বিভিন্ন পূজা মণ্ডপ গিয়ে দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেন ।মেয়র পদপ্রার্থী আব্দুল বারিক খোন্দকার বলেন,দুর্গাপূজা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ ধর্মীয় উৎসবে সবাই যাতে শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্য পৌর বিএনপির পক্ষ থেকে নিয়মিত প্রতিটি মন্দিরের সভাপতি ও সম্পাদকের সাথে যোগাযোগ করা হচ্ছে।

সেই সঙ্গে আর্থিক সহযোগিতা সহ তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ অব্যাহত রেখেছি। তিনি আরো বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার কিন্তু দেশটা সবার। এ সময় তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তাতী দলের সভাপতি শরিফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল লতিফ তাড়াশী, আব্দুল কালাম আজাদ,শাহিনুল ইসলাম, আজাদ হোসেন, শাকিন ফকির ইসমাইল হোসেন যুবদল নেতা দুলাল হোসেন, মাসুদ রানা, পৌর ছাত্রদলের সদস্য সচিব হিরা সহ পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।