বৃহস্পতিবার , ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ । এ সময় একটি কাভার্ড ভ্যান, দুইটি মোবাইল ফোন এবং নগদ এক হাজার তিনশ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-আলী নেওয়াজ খোকন (৫৬), পিতা মৃত জানে আলম, গ্রাম দুর্গাপুর, চৌদ্দগ্রাম, কুমিল্লা এবং রিপন চন্দ্র মন্ডল (৫০), পিতা মৃত নিতাই চন্দ্র মন্ডল, গ্রাম ধর্মগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ।

গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাবের অপারেশনস অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে কাভার্ড ভ্যানযোগে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।