সোমবার , ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৭৫ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে ৭৫ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে হেরোইন ছাড়াও একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ এর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে র‌্যাব-১২ অধিনায়কের দিকনির্দেশনায় ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় সলঙ্গা থানাধীন রামারচর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী মোছাঃ লুনা বেগম (৩৫), পিতা- মোঃ পিয়ারুল ইসলাম, সাং-মুড়ালীপুর, থানা- দামকুড়া, জেলা- রাজশাহীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লুনা বেগম স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে বাসে করে হেরোইন বহন করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বলেন, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে র‌্যাব সর্বদা কঠোর অবস্থানে থাকবে।