নিজস্ব প্রতিবেদক >>
রাশিয়া সরকারের আমন্ত্রণে ‘আন্তর্জাতিক পরমাণু সপ্তাহ’ উদযাপনে অংশ নিতে আগামী ২২ সেপ্টেম্বর মস্কো যাচ্ছেন দেশের ছয়জন স্বনামখ্যাত সাংবাদিক। তাঁদের মধ্যে রয়েছেন এনটিভি ও দৈনিক সমকালের পাবনা প্রতিনিধি এবং পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান।
অন্য সাংবাদিকরা হলেন প্রথম আলো’র বিশেষ প্রতিনিধি মো. মহিউদ্দিন নিলয়, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল, সময় টেলিভিশনের আন্তর্জাতিক ডেস্ক প্রধান ও যুগ্ম বার্তা সম্পাদক মহাম্মদ ওমর ফারুক ইনান, দৈনিক কালবেলা’র বিশেষ প্রতিনিধি হাসান আজাদ এবং ঈশ্বরদী থেকে প্রকাশিত সাপ্তাহিক জনদৃষ্টি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জাহাঙ্গীর হোসেন।
তারা ২২ সেপ্টেম্বর সকালে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে মস্কোর উদ্দেশ্যে যাত্রা করবেন।
পরমাণু বিজ্ঞানের ৮০ বছর পূর্তি উপলক্ষে উৎসব
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম যৌথভাবে আগামী ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর মস্কো ও সেন্ট পিটার্সবুর্গে এই আন্তর্জাতিক উৎসবের আয়োজন করছে। পরমাণু বিজ্ঞানের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, নীতি–নির্ধারক ও সাংবাদিকরা অংশ নেবেন।
বাংলাদেশের মর্যাদার প্রতীক রূপপুর প্রকল্প
রোসাটম বিশ্বের বিভিন্ন দেশে পারমাণবিক স্থাপনা নির্মাণে সাফল্য দেখিয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠছে পাবনার ঈশ্বরদীতে। ২৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ২০২৫ সালের শেষ দিকে উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।
২০১৩ সালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে এই প্রকল্পের কাজ শুরু হয়। নিরাপত্তার ক্ষেত্রে পাঁচ স্তরের বিশেষ বৈশিষ্ট্য থাকায় প্রকল্পটি আন্তর্জাতিক মানদণ্ডেও অনন্য হিসেবে বিবেচিত।
এবিএম ফজলুর রহমানের দীর্ঘ সাংবাদিকতা জীবন
১৯৮৫ সালে সাংবাদিকতা জীবন শুরু করেন এবিএম ফজলুর রহমান। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তিনি দৈনিক দেশ, ইউএনবি, এপিবি, রয়টার্স, ডয়চে ভেলে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক যুগান্তরসহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি এনটিভি ও দৈনিক সমকাল-এর পাবনা প্রতিনিধি হিসেবে কর্মরত।
তিনি তিনবার পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং পরপর দুই মেয়াদে সভাপতি নির্বাচিত হন। পাশাপাশি ব্যবসা ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও তিনি সম্পৃক্ত রয়েছেন।
বিশেষজ্ঞদের মতামত
বিশেষজ্ঞদের মতে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও বাড়িয়ে তুলবে।