কালের বেলা ডেস্ক >>
সিরাজগঞ্জের সলঙ্গায় পিতাকে হত্যার দায়ে ছেলে রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান এ রায় ঘোষণা করেন।
একই মামলায় নিহতের স্ত্রী রেনুকা বেগম ও পূত্রবধূ ইসমত আরাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল লতিফ আকন্দ।মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ৪ মার্চ অলিদহ গ্রামের একটি পুকুর থেকে গলা ও পায়ে রশি প্যাঁচানো অবস্থায় ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার ছেলে রেজাউল করিম লাবু অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য—বাদী রেজাউল করিম লাবুই আসলে নিজের পিতা ইদ্রিস আলীকে হত্যা করেছিলেন। পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি ও সাক্ষ্যপ্রমাণে অপরাধ প্রমাণিত হয়।
মামলায় উল্লেখ ছিল, ঘটনার আগের রাত ৩ মার্চ নিহত ইদ্রিস আলী স্ত্রী রেনুকা বেগমের সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোরে ঘুম ভাঙলে রেনুকা দেখতে পান স্বামী নিখোঁজ এবং ঘরের দরজা খোলা। এরপর ছেলে ও পূত্রবধূকে জাগিয়ে তোলার পর বহু খোঁজাখুঁজি করেও ইদ্রিস আলীকে পাওয়া যায়নি। পরদিনই তার লাশ উদ্ধার হয়।
দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণ ও জবানবন্দির ভিত্তিতে আদালত এ দণ্ডাদেশ দেন।