শাহাদাত হোসেন, নিজস্ব প্রতিবেদক >>
সিরাজগঞ্জের সলঙ্গায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (২৩ আগস্ট) দুপুরে সলঙ্গা বাজারের মাস্টার মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মদিনা খাতুন অভিযোগ করে বলেন, সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘুঘাট গ্রামে তাদের খাজনা খারিজকৃত সম্পত্তি দীর্ঘদিন ধরে দখল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম গং। এ নিয়ে আদালত পর্যন্ত বিরোধ চলমান ছিল। মামলায় (নং-৬৮/২১) পরাজিত হওয়ার পরও তারা আরও বেপরোয়া হয়ে ওঠে।মদিনা খাতুন জানান, গত ১৭ আগস্ট রবিবার আব্দুল আলীমের নির্দেশে তার লোকজন দলবল নিয়ে জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ করতে গেলে তারা বাধা দেন। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ভিডিও ধারণে বাধা দেয়। এক পর্যায়ে তার ছোট বোন, আট মাসের অন্তঃসত্ত্বা নাজমা খাতুনকে বেদম মারধর করে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।এ ঘটনায় ভুক্তভোগী অন্তঃসত্ত্বা গৃহবধূর মা মোছাঃ সিরিয়া খাতুন বাদী হয়ে সলঙ্গা থানার আমলী আদালতে আব্দুল আলীমসহ ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবার সদস্যরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং ন্যায্য বিচারের দাবি জানান।