শনিবার , ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

তাড়াশে জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্র শিবিরের সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ আগস্ট, ২০২৫

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২০ আগষ্ট) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাড়াশ উপজেলা শাখার আয়োজনে তাড়াশ ডিগ্রী কলেজ হলরুম উপজেলার ৬৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আইয়ুব আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিরাজগঞ্জ ৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর শায়েখ ড. আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি মোঃ আব্দুল আজিজ, তাড়াশ উপজেলা জামায়াতের আমির খ.ম. সাকলাইন, জেলা শিবিরের সেক্রেটারি রেজাউন উল্লাহ শোয়াইব, সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি, অধ্যাপক আবুল বাশার,পৌর জামায়াতের সভাপতি কাওসার হাবিব প্রমুখ।