শনিবার , ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে পুলিশি চাঁদাবাজি-হয়রানির প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম প্রান্তে জেলা পুলিশের চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে প্রায় দেড় ঘণ্টা সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার নলকা এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার প্রদর্শন করেন।

বক্তারা অভিযোগ করেন, পুলিশ নানা অজুহাতে ট্রাক ও বাস থামিয়ে চাঁদা দাবি করছে এবং চালকদের হয়রানি করছে। এসব অনিয়ম ও অত্যাচারে পরিবহন শ্রমিকরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। তারা দ্রুততম সময়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অবরোধ চলাকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পণ্যবাহী গাড়ির চালকেরা মারাত্মক ভোগান্তির শিকার হন।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে বিকেল ৫টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।