রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় তাঁতশিল্প কারখানায় সন্ত্রাসী হামলা আহত ৩, গ্রেপ্তার ৩

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদা না পেয়ে তাঁতশিল্পের একটি পাওয়ার লুম ফ্যাক্টরি ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুর, লুটপাট ও হামলায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় চাঁদাবাজির মামলা দায়েরের পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের গোপীনাথপুর গ্রাম ও কৃষকগঞ্জ বাজারে।

মামলার বাদী ব্যবসায়ী মো. রাজিবুল ইসলাম জানান, তিনি একজন তাঁতশিল্পের কাপড় ব্যবসায়ী ও পাওয়ার লুম ফ্যাক্টরির মালিক। একইসঙ্গে তিনি কৃষকগঞ্জ বাজারের একটি হাটের ইজারাদার। দীর্ঘদিন ধরে কিছু দুর্বৃত্ত তার কাছে চাঁদা দাবি করে আসছিল। ঘটনার রাতে আসামি এরশাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ফ্যাক্টরিতে গিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি অস্বীকার করলে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায় এবং ফ্যাক্টরির লুম মেশিনে জড়ানো সূতা ও কাপড় কেটে ব্যাপক ভাঙচুর চালায়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়।

এ সময় বাধা দিতে গেলে স্থানীয় রেজাউল, কাশেম ও শফিকুল নামে তিনজন আহত হন। তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এরপর একই রাতে সন্ত্রাসীরা কৃষকগঞ্জ বাজারে রাজিবুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আসবাবপত্র, টেলিভিশন, চেয়ার-টেবিল, আলমারি ভাঙচুর করে নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়।

এ ঘটনায় শুক্রবার রাতে বাদী রাজিবুল ইসলাম উল্লাপাড়া মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার শ্রীবাড়ী গ্রামের সুজাব আকন্দের ছেলে মো. এরশাদ আলী (৩৫), লাল চাঁন আকন্দের ছেলে মো. আরিফুল ইসলাম (২৭) এবং হাড়িভাঙ্গা গ্রামের মৃত তুফান আকন্দের ছেলে মো. আব্দুল লতিফ (২৫)।

উল্লাপাড়া মডেল থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুজিত কুমার বিশ্বাস বলেন, ঘটনার প্রেক্ষিতে মামলা হয়েছে। ইতিমধ্যে তিনজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।