লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>
সিরাজগঞ্জের তাড়াশে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার (১৫ আগস্ট) তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বসুন্ধরা শুভসংঘের তাড়াশ উপজেলা শাখার সভাপতি মো. শামিউল হক শামীমের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হাসান।
বসুন্ধরা শুভসংঘের তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, মো. আনিসুর রহমান, মোছা. আফরোজা খানম, মোছা. রঞ্জুয়ারা খাতুন, সাংবাদিক মিলু সরকার, হাদিউল হৃদয়, শহিদুল ইসলাম রিপন, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি সনাতন দাশসহ আরো অনেকে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত। তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করলে আমরা গর্ব অনুভব করব।
বসুন্ধরা গ্রুপের প্রশংসা করে তারা বলেন, বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী অসহায় মানুষের জন্য যে সেবা মূলক কাজ করে যাচ্ছে, তার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তাড়াশেও এ ধরনের সেবা ও সচেতনতামূলক কাজ অব্যাহত থাকবে।
এ সময় অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন এবং তাদের কৃতিত্বের জন্য মিষ্টিমুখ করান। এ বছর তাড়াশ উপজেলার বিভিন্ন মাদরাসা, কারিগরি স্কুল ও উচ্চ বিদ্যালয় থেকে ৭১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
বসুন্ধরা শুভসংঘের সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত আনন্দ প্রকাশ করে বলে, এমন অনুষ্ঠান তাদেরকে উচ্চ শিক্ষার জন্য অনুপ্রাণিত করেছে।