নিজস্ব প্রতিবেদক >>
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় মুজিব সড়কে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করে জেলার কর্মরত সাংবাদিকরা।
মানববন্ধনে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করে অংশ নেন। বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড ঘটলেও কোনো সরকারই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যার দীর্ঘদিন পেরিয়ে গেলেও বিচার না হওয়া তার প্রমাণ। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা শুধু ব্যক্তিগত হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর নগ্ন আঘাত। তাই দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের স্টার রিপোর্টার হারুন-অর-রশিদ খান হাসানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, সহ-সভাপতি হিরক গুণ, কার্যকারী সদস্য নুরুল ইসলাম বাবু, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, সাবেক সহ-সভাপতি এস.এম তফিজ উদ্দিন, ফেরদৌস রবিন, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহম্মেদ, কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ, বাসদ নেতা নব কুমার কর্মকার, কালবেলার জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইছি, আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খানসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সংবাদকর্মী।
বক্তারা আরও বলেন, সাংবাদিক তুহিন হত্যার বিচার না হলে এ ধরনের হত্যাকাণ্ড আরও বাড়বে, যা সংবাদপেশাকে ঝুঁকিপূর্ণ করে তুলবে। তাই এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।