বুধবার , ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাস-সিএনজির সংঘর্ষে সিরাজগঞ্জে চালক নিহত, আহতের সংখ্যা ১০

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকায় বাস ও সিএনজির সংঘর্ষে একজন চালক নিহত এবং অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, শনিবার দুপুরে ঢাকা থেকে পাবনা যাওয়ার পথে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের সিএনজি অটোরিকশা এবং রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন।

হাইওয়ে পুলিশ, শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকরা কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

স্থানীয় প্রশাসন ও পুলিশ হতাহতদের সুষ্ঠু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।