রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

তাড়াশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ আগস্ট, ২০২৫

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশে সাব্বির হোসেন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বুধবার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

সাব্বির হোসেন উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস দক্ষিণ বাগিচা গ্রামের মো আবু সাইদের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, তিনি অনেক দিন হলো মানসিক রোগে ভুগছিলেন। খবর পেয়ে তাড়াশ থানা-পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো জিয়াউর রহমান জানান, অনেক দিন হলে মানসিক রোগী ছিলেন কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।