রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত কৃষি উদ্যোক্তা আলহাজ্ব মফিজ উদ্দিন আহমেদের ইন্তেকাল

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ আগস্ট, ২০২৫

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ>>

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বৃপাচান গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত কৃষি উদ্যোক্তা ও সাহিত্যপ্রেমী আলহাজ্ব মফিজ উদ্দিন আহমেদ আর নেই। রবিবার (৩ আগস্ট) ভোর ৬টায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। কর্মজীবনে তিনি চকজয় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাঁকে রাষ্ট্রপতি কৃষি পুরস্কারে ভূষিত করা হয়। সাহিত্যানুরাগী এ গুণীজনের রচিত কবিতার বই “বড়গাঁয়ের কাব্য” পাঠকমহলে বেশ সাড়া ফেলেছিল।

ব্যক্তিজীবনে তিনি ছিলেন সৎ, ধর্মভীরু ও সমাজসেবামূলক কাজে নিবেদিতপ্রাণ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যা সাংবাদিক মুন্নি আহমেদকে রেখে গেছেন। তাঁর কন্যা মুন্নি আহমেদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাদ জোহর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে নওগাঁ হযরত শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজার প্রাঙ্গণে। জানাজা শেষে সেখানেই তাঁকে দাফন করা হবে।

আল্লাহ তাআলা তাঁর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন-আমিন।