লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে ব্যতিক্রমধর্মী এ আয়োজনটি ছিল সবার নজরকাড়া।
শনিবার (২ মার্চ) তাড়াশের নওগাঁ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের পরিচালনা কমিটির সভাপতি মো. হাসান ইকবাল শহীদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম কলেজের বাংলা বিভাগের প্রভাষক নূরে মোস্তফা বাবু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুস সালাম এবং মো. ইয়াসিন আলী।
বক্তব্য রাখেন জিন্দানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বেলাল হোসেন আনসারী, সহকারী অধ্যাপক মো. আব্দুল গফুর, কলেজ গভর্নিং বডির সদস্য মো. রফিকুল ইসলাম নান্নু, প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাহার আলী ও শিক্ষক খালেক।
এছাড়া বক্তব্য দেন জিন্দানী ডিগ্রী কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোহাম্মদ আল-আমিন হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন, সহকারী কর কমিশনার মো. আল-আমিনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের সাফল্য আমাদের গর্বিত করে। এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের মনোবল বাড়ায় এবং ভবিষ্যতের জন্য তাদের আরও উদ্যমী করে তোলে।
অনুষ্ঠানে তাড়াশ, উল্লাপাড়া, চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে অতিথিদের উষ্ণ শুভেচ্ছা, অনুপ্রেরণাদায়ী বক্তব্য এবং শিক্ষার্থীদের মুখে বিজয়ের উচ্ছ্বাসে।
অভিভাবকরাও এমন একটি আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।