নিজস্ব প্রতিবেদক >>
বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষায় নয়, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। তারই ধারাবাহিকতায় ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নবনির্মিত চর গুদুলি হাসপাতাল প্রাঙ্গণে আজ এক ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
চিকিৎসা সেবা থেকে দীর্ঘদিন বঞ্চিত এই চরাঞ্চলে সেনাবাহিনীর এ উদ্যোগ যেন আক্ষরিক অর্থেই আশীর্বাদ হয়ে আসে। সকাল থেকেই প্রান্তিক জনগণ দলে দলে চিকিৎসা নিতে ভিড় করেন ক্যাম্পেইন স্থলে। দিনব্যাপী চলা এ কার্যক্রমে প্রায় ২ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধও পান।
ক্যাম্পেইনে মেডিসিন, প্রসূতি রোগ, দন্ত চিকিৎসা এবং নাক-কান-গলা রোগের অভিজ্ঞ বিশেষজ্ঞগণ সেবা প্রদান করেন। এ অঞ্চলের অসহায় ও গরিব মানুষের মুখে এমন আয়োজন এনে দেয় স্বস্তি ও কৃতজ্ঞতা।
চিকিৎসা নিতে আসা অনেকেই জানান, এক বছর আগে নির্মিত হলেও চর গুদুলি হাসপাতালটি এখনও চালু হয়নি। চিকিৎসা সেবা ও সুযোগ-সুবিধার অভাবে এখানকার মানুষ এক প্রকার অসহায় জীবন যাপন করছেন। সেনাবাহিনীর এই কার্যক্রম তাই তাদের কাছে পরম পাওয়া।
স্থানীয় এক বৃদ্ধা বলেন, সেনাবাহিনী যদি না আসত, এই বয়সে এত দূরে চিকিৎসা নিতে যাওয়ার সামর্থ্য আমাদের নেই। ওরাই আমাদের ভরসা।
১১ পদাতিক ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে আছে এবং থাকবে। মানবিক সহায়তা আমাদের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও আরও এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
বাংলাদেশ সেনাবাহিনী যে শুধু রণাঙ্গনের শক্তি নয়, বরং মানুষের সুখ-দুঃখের সাথী-এই মেডিকেল ক্যাম্পেইন সেটারই জীবন্ত প্রমাণ।