রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

বেলকুচিতে ঝড়ে উপড়ে পড়া গাছ ও বৈদ্যুতিক খুঁটি সরাতে সেনাবাহিনীর দ্রুত উদ্যোগ, আহত ৭

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেতিল বাজার সংলগ্ন থানার নিকটে একটি বিশাল বটগাছ ও একটি বড় বিদ্যুৎ খুঁটি হঠাৎ করে সড়কের উপর ভেঙে পড়ে। দুর্ঘটনাটির ফলে রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় চরম যানজট ও জনদুর্ভোগ। এতে আনুমানিক সাতজন ব্যক্তি আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পরপরই, বেলকুচিতে অবস্থানরত ১১ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা পেট্রোল চলাকালীন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান। তারা নিজেদের উদ্যোগে এবং দক্ষ তত্ত্বাবধানে বিপুল পরিমাণ গাছের ডালপালা ও বিদ্যুৎ খুঁটি অপসারণ করে সড়ক পুনরায় চলাচলের উপযোগী করে তোলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর এই দ্রুত, মানবিক এবং দায়িত্বশীল পদক্ষেপে এলাকাবাসী চরম বিপদ থেকে রক্ষা পান এবং যান চলাচল স্বাভাবিক হয়। সাধারণ জনগণের জীবন ও চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এই তৎপরতা ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

বেলকুচিবাসী বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছে।