বুধবার , ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তাড়াশে শিয়ালের কামড়ে আহত ৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ জুলাই, ২০২৫

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের কামড়ে চারজন আহত হয়েছেন। এ ছাড়া দুই কৃষকের ৫টি গবাদিপশু শিয়ালের কামড়ে আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ নওখাদা গ্রামে কয়েকটি শিয়াল হানা দেয়। রাত আটটার দিকে নওখাদা গ্রামের বাসিন্দা শান্তি খাতুন (৪০) ঘরের পেছনে টয়লেটে গেলে একটি শিয়াল তাঁর পায়ে কামড়ে দেয়। এ সময় তাঁর চিৎকারে পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। এর কিছুক্ষণ পর গ্রামের কলেজছাত্র শাহারুল (২৪) ও অন্তরকে (১৬) শিয়াল কামড় দেয়। রাত ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে আলে খাতুন কে (৪৫) শিয়ালে কামড়ায় । আহত চারজনকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে নওখাদা গ্রামের কৃষক আজাহার আলী গোয়ালঘরে শিয়াল ঢুকে ৫টি গরুকে কামড়ে দিয়েছে।
নওখাদা গ্রামের বাসিন্দা লালচাঁদ আলী বলেন, পাগলা শিয়ালের কামড়ে নওখাদা গ্রামের চারজন আহত হয়েছেন। এ ঘটনায় গ্রামজুড়ে পাগলা শিয়ালের আতঙ্ক ছড়িয়ে পরেছে।
স্থানীয় ইউপি সদস্য মো : সিদ্দিক ফকির জানান, পাগলা শিয়ালের কামড়ে নওখাদা গ্রামের মানুষ ও গবাদিপশু আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।