রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

তাড়াশে ফেসবুকে প্রেম, বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে (২২) ধর্ষণ করেছে এক যুবক, এমন অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ২৭ জুন রাতে সিরাজগঞ্জের তাড়াশ থানায় বাদী হয়ে মামলা করেছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।
আজ তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা পুলিশ জানিয়েছে।
অভিযুক্ত যুবকের নাম আরিফ হোসেন (২০)। তিনি তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর গ্রামের আনিছ আলীর ছেলে।
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, আরিফ হোসেনের সঙ্গে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় মেয়েটির। পরিচয়ের সূত্রধরে তাদের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে।
গত ২১ জুন আরিফ হোসেন প্রলোভন দেখিয়ে সিরাজগঞ্জ -বনপাড়া মহাসড়কে ৯ নাম্বার ব্রিজের দক্ষিণ পাশে চরহামকুড়িয়ার মনোয়ারা বেগমের বাড়িতে ওই শিক্ষার্থীকে নিয়ে দুই ঘন্টার জন্য ভাড়া নেন।
সেখানে ওই শিক্ষার্থীর সঙ্গে একাধিকবার দৈহিক সম্পর্ক স্থাপন করেন।
এক পর্যায়ে মেয়েটি বিয়ের কথা বললে আরিফ হোসেন বিয়ে করতে অস্বীকার করেন। এতে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী গতকাল শুক্রবার (২৭ জুন) রাতে আরিফ হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাড়াশ থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর অভিযুক্ত আরিফ হোসেন পলাতক রয়েছেন।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ঘটনাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা হিসেবে নেয়া হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের পদক্ষেপ নেয়া হচ্ছে। এ ছাড়া নির্যাতনের শিকার ছাত্রীর ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।