সোমবার , ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

তাড়াশে বালিশ চাপা দিয়ে শিশু হত্যা চেষ্টা ::এক নারী আটক

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ জুন, ২০২৫

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে মেঘলা খাতুন (৯) নামের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা অভিযোগে গৃহবধূকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে আজ রবিবার (২২ জুন) দুপুর ১২ টার সময় উপজেলার কুমাল্লু গ্রামে।
তাড়াশ থানার ওসি তদন্ত মি. রুপু কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জরুরী সেবা ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে, গৃহবধূ মোছাম্মৎ উমায়া খাতুন ওরফে ফতে কে আটক করে থানায় নিয়ে আসেন। ভিকটিম ও অভিযুক্ত গৃহবধূর পরিবার একই গ্রামে পাশাপাশি বসবাস করেন।
মেঘলা খাতুনের বাবা মো. মুনসুর আলী বলেন, পূর্ব শত্রু তার জের ধরে প্রতিবেশী নাজমুল হকের স্ত্রী আমার মেয়ে কে একা পেয়ে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তার গোঙানির শব্দ শুনে অন্য প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে। পরে ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত স্বাক্ষীদের বর্ণনা শুনে উমায়া খাতুন ফতে কে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
অপরদিকে নাজমুল হক বলেন, এটা সম্পূর্ণ সাজানো ষড়যন্ত্র। পুর্বশত্রুতার জেরে তারা এমন কল্পিত ঘটনা সাজিয়েছে।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি (তদন্ত) মি. রুপ কর বলেন, অভিযুক্ত গৃহবধূকে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমের পক্ষ থেকে মামলা দেওয়া হলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।