মঙ্গলবার , ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

তালম ইউনিয়ন জামায়াতের সুধী সমাবেশে ও নতুন কার্যালয়ে শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ জুন, ২০২৫

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং তালম ইউনিয়নের সুধী সমাবেশে ও নতুন কার্যালয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।আজ (১৮ জুন) বুধবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং তালম ইউনিয়ন জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে সভাপতিত্ব করেন তালম ইউনিয়ন জামায়াতের সভাপতি ডাঃ মোঃ ইসহাক আলী।

সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বেলকুচি উপজেলা জামায়াতের আমীর মাওলানা আরিফুল ইসলাম সোহেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রহিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাজাহান আলী, পৌর জামায়াতের সভাপতি কাওছার হাবিব,
সাবেক সেক্রেটারি আবুল বাসির খাঁন তাসলিম,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি খোন্দকার আব্দুল বারি, জামায়াত নেতা মাওলানা আবুল কাসেম,নিয়ামত উল্লাহ, আব্দুল মান্নান,

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম সোহেল বলেন, ইসলামী আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এটি একটি সম্মিলিত প্রচেষ্টা, যার মাধ্যমে সমাজে ইসলামের শিক্ষা প্রতিষ্ঠা করা এবং জীবনের সকল ক্ষেত্রে এর প্রতিফলন ঘটানো সম্ভব। ইসলামী আন্দোলনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখিরাতের মুক্তি লাভ করা যায়। দ্বীনকে জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেই ইসলামী আন্দোলনের কর্মীরা পথ চলে। দ্বীন বিজয়ের মধ্যেই তাদের জীবনের সাফল্য নিহিত। এ বিজয়ের জন্য আন্দোলনের কর্মী হিসেবে নিজেদেরকে গড়ে তোলার সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে বলে তাঁরা বিশ্বাস করে। কারণ, ঈমানদাররা তাদের জান ও মালকে আল্লাহর পক্ষ থেকে নিজেদের কাছে রক্ষিত আমানত হিসেবেই জানে। এ জান ও মালকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করার জন্য এগুলোর সর্বোচ্চ উৎকর্ষ সাধন করা এবং প্রতি মুহূর্তে সে সময় পর্যন্ত উৎকর্ষিত যোগ্যতাকে কাজে লাগানোর প্রচেষ্টা চালানোই তাদের দায়িত্ব।