মঙ্গলবার , ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

তাড়াশে তিন যৌনকর্মীসহ শ্রমিকলীগ নেতা আটক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

লুৎফর রহমান, তাড়াশ, সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশে তিন নারী যৌন কর্মীসহ সলঙ্গা থানা  শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক কে আটক  করেছে তাড়াশ থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে আজ( ১৭ জুন মঙ্গলবার) বিকেলে উপজেলার মান্নাননগড় বাজারে।তাড়াশ থানার ওসি (তদন্ত )রুপু কর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তাদেরকে বর্তমানে তাড়াশ থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাবাসীর অভিযোগ পেয়ে তাড়াশ থানার ওসি তদন্ত রুপু করের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা (৫০) ও নাটোরের লালপুর উপজেলার জদ্দবগী গ্রামের সম্পা আক্তার (২৩) , নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার লতুবদি গ্রামের সোনিয়া ( ২৩), ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মীম আক্তার (১৯) কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সলঙ্গা থানা
শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা মান্নান নগড় বাজারে বাসা ভাড়া নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মেয়ে এনে দেহ ব্যবসা করেছিলেন।
এ বিষয়ে এলাকাবাসী অভিযোগ করলে পুলিশ তাদের ঘটনাস্থল থেকে আটক করে।
অপরদিকে অভিযুক্ত সম্পা আক্তার উপস্থিত সাংবাদিকদের বলেন,তারা যৌন কর্মী নয় নৃত্যশিল্পী । বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান পরিবেশন করে থাকি। মিথ্যা অভিযোগে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে এসেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী জানান, শ্রমিক লীগ নেতা একজন নারী কারবারি।সে বিভিন্ন এলাকা থেকে মেয়ে দেহব্যবসা লিপ্ত করায়।তারা কেউ শিল্পী নয়। এদের অসামাজিক কার্যকলাপ এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।

এ ব্যাপারে তাড়াশ থানার ওসি (তদন্ত) রুপু কর জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসা চলছে।