নিজস্ব প্রতিবেদক >>
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্তর এলাকায় ১৬ ই জুন সোমবার দুপুরে ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় ঘটনা ঘটে।
অভিযোগ ও স্থানীয়সুত্রে জানাজায়, হাটিকুমরুল ধোপাকান্দি এলাকার শফিকুল ইসলামের স্ত্রী
ঢাকার যাওয়ার উদ্দেশ্য গাড়ির জন্য ঢাকা বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে থাকে। এসময় চরিয়া শিকার দক্ষিণ পাড়া এলাকার সাবেক ইউনিয়ন ছাত্রদলনেতা সাগর আলীর ছেলে বিপ্লব হোসেন(৩৫) ও হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদের ভাই মৃত আবু বক্কারের ছেলে মাহমুদুল ইসলাম (৩০) ভুক্তভোগী ঐ নারীর কাছ থেকে অসৎ উদ্দেশ্য মোবাইল নাম্বার চায়। এসময় ঐ মোবাইল নাম্বার দিতে অস্বীকার করায় বিভিন্ন অশালীন কথাবর্তা বলতে থাকে। এসময় তার দেবর এগিয়ে আসলে কথা-কাটাকাটির এক পর্যায়ে ভুক্তভোগী ঐ নারী ও তার দেবর সোহেল রানাকে মারপিট করে।
ভুক্তভোগী নারী প্রথমে ৯৯৯ এ কল দিলে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ আসলে মাহমুদুল ও বিপ্লব পালিয়ে যায়।
পরে ভুক্তভোগী মহিলা বাদি হয়ে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, সরকার পতনপর পর থেকে বিএনপি নাম ধারী মজিদের ভাই মাহমুদুল ও বিপ্লব বেপোরোয়া হয়ে উঠেছে। ঈদকে ঘিরে সিরাজগঞ্জ রোড গোলচত্তর এলাকায় গাড়িতে চাঁদাবাজির সহ বিভিন্ন অপকর্মে করে যাচ্ছে । বিভিন্ন সময় চেইনমাস্টার ও কাউন্টারের লোকদের ও যাত্রীদের সাথে খারাপ আচরন করে।
গতকাল মহিলা কে অশালীন কথা বলায় মহিলা প্রতিবাদ করলে তাকে গায়ে হাত তোলে। এদের শাস্তি হওয়া দরকার।
ভুক্তভোগী ঐ নারী জানান, আমি জিবিকার তাগিদে ঢাকার উদ্দেশ্য যাওয়ার জন্য আমার দেবর সোহেলকে নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকি, হঠাৎ করে বিপ্লব ও মাহমুদুল নামের দুজন এসে আমাকে অশালীন কথাবার্তা বলে এবং আমার মোবাইল নাম্বার চাই, আমি আমার দেবরকে জানানলে এক পর্যায়ে তারা আমার দেবরকে মারতে থাকে এসময় আমি এগিয়ে গেলে তারা আমাকেও গায়ে হাত দেয়। আমি সলঙ্গা থানায় শ্লীলতাহানির অভিযোগ করেছি।
আমি প্রসাশনের কাছে উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে জানতে, বিপ্লব ও মাহমুদুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ন কবির জানান, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।