মঙ্গলবার , ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

তাড়াশে সড়ক দুর্ঘটনায় মাইক্রো চালক নিহত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ জুন, ২০২৫

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশে শফিকুল ইসলাম শফি(৪৫) নামের এক মাইক্রো চালক নিহত হয়েছে।ঘটনাটি ঘটেছে আজ ১৩ জুন শুক্রবার সকালে।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা মাইক্রোবাস মালিক ও চালক সমবায় সমিতির লিঃ সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ।হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের ১০ নং ব্রীজের কাছে ট্রাকের ধাক্কায় মাইক্রো চালক শফিকুল ইসলাম শফি নিহত হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌর সদরের
মৃত গন্জের আলী ফকিরের ছেলে মাইক্রো চালক শফিকুল ইসলাম নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকা ভাড়ায় যাত্রী নিয়ে ঈদের পরে কক্সবাজার যান। ভ্রমণ শেষে ভোররাতের দিকে যাত্রী নামিয়ে মাইক্রোবাস নিয়ে তাড়াশের উদ্দেশ্য রওনা দেন।
পথিমধ্যে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের ১০ নং ব্রীজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় চালক শফিকুল ইসলাম গুরুতর আহত হন। তাকে বনপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় । সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।

এ ব্যাপারে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের সহকারী লিডার মোঃ আলম হোসেন বলেন, খবর পেয়ে আমার ঘটনাস্থলে গিয়ে
মুমুর্ষ অবস্থায় মাইক্রোবাসের চালককে হাসপাতালে ভর্তি করি।