মঙ্গলবার , ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সলঙ্গায় দাম্পত্য কলহে স্ত্রীকে হত্যার পরে: স্বামীর আত্মহত্যার ব্যর্থ চেষ্টা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

কালের বেলা ডেস্ক >>

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের সলঙ্গা থানার এরান্দহ গ্রামে। নিহত রোজিনা খাতুন (২৪) ওই গ্রামের আব্দুল আজিজের মেয়ে। আহত স্বামী মোতালেব হোসেন (২৮) বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১২ জুন) ভোররাতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। সলঙ্গা থানা পুলিশ সকালে রোজিনার গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের স্বজনরা জানান, তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে রোজিনার সঙ্গে মোতালেবের বিয়ে হয়। তবে পরিবারের অমতে বিয়ের পর থেকে তারা শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। সম্প্রতি ফেনী থেকে রাজমিস্ত্রীর কাজ শেষ করে বাড়ি ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। বুধবার রাত আড়াইটার দিকে ঘরের পাশে থাকা ভাতিজা বায়জিদ তার কান্নাকাটির শব্দ শুনে জানালা দিয়ে তাকিয়ে দেখেন, রোজিনার রক্তাক্ত মরদেহ বিছানায় পড়ে আছে এবং মোতালেব আহত অবস্থায় কাতরাচ্ছেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহ থেকেই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।