লুৎফর রহমান, নিজস্ব প্রতিবেদক >>
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বারুহাস ইউনিয়নের ২৫-২৬ অর্থ বছরে উন্মুক্ত বাজেট ঘোষণা পেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান ময়নুল হক।
আজ ২৭ মে মঙ্গলবার দুপুরে বারুহাস ইউনিয়ন পরিষদ হলরুমে উন্মুক্ত বাজেট পেশ করেন বারুহাস ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নির্মল কুমার।
সহকারী সচিব সোহেল রানার সঞ্চালনায়
এ সময় উপস্থিত ইউপি সদস্য আব্দুল বারিক,আতাউর সরকার, ফিরোজ খান, মজনু মিয়া, আব্দুল হান্নান, খোদেজা বেগম,রাজিব সরকার রাজু প্রমুখ।
২০২৫.২৬ অর্থ বছরের জন্য সম্ভব্য আয় ধরা হয়েছে ৩ কোটি ২২ লক্ষ ৮৩ হাজার চারশ পঁয়ত্রিশ টাকা আর ইউনিয়নের সম্ভাব্য ব্যায় ধরা হয়েছে ৩ কোটি ২১ লক্ষ ৮৮ হাজার পঁয়ত্রিশ টাকা মাত্র।