বৃহস্পতিবার , ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে কনস্টেবল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানার পুলিশ চেকপোস্টে দায়িত্বরত এক কনস্টেবলকে হত্যার ঘটনায় দায়ের করা ক্লুলেস মামলার প্রধান আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মোঃ নুর ইসলাম (৩১) কে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ-এর যৌথ অভিযানে গত ২৬ মে ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগ বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল ভোররাতে একটি ডাকাত দল টাঙ্গাইলের বাসাখানপুর এলাকা থেকে এক গরু ব্যবসায়ীর পিকআপভ্যানে থাকা ছয়টি গরু লুট করে উত্তরবঙ্গের দিকে পালিয়ে যাচ্ছিল। যমুনা সেতু পশ্চিম থানার ঝাঐল ব্রিজ এলাকায় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা যানটি থামানোর চেষ্টা করলে ডাকাতরা বেপরোয়া গতিতে চালিয়ে এক কনস্টেবলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ওই কনস্টেবলকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হলে ২৭ এপ্রিল তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনাটি সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করে।

গ্রেফতারকৃত মোঃ নুর ইসলাম, বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার ধাপসুখানগড়ী গ্রামের বাসিন্দা। তাকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।