রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

নাশকতার মামলায় আওয়ামীলীগ নেতা আবুল বাশার গ্রেফতার

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ মে, ২০২৫

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

নাশকতা মামলার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশারকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
রোববার সন্ধ্যায় তাড়াশ থানা পুলিশ উপজেলার মাঝদক্ষিনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতার কৃত আবুল বাশার দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও মাঝদক্ষিনা গ্রামের মো. মো. কলিমুদ্দিন মাষ্টারের ছেলে।
গ্রেফতারের বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় নাশকতার মামলার পলাতক আসামি দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মো. আবুল বাশার এলাকায় আসেন। আর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গোপনে তাড়াশ থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে তাড়াশ থানার পুলিশের একটি দল মাঝদক্ষিনা এলাকা থেকে আওয়ামীলীগ নেতা আবুল বাশারকে গ্রেফতার করেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, আওয়ামীলীগ নেতা আবুল বাশার তাড়াশ থানার একটি নাশকতার মামলার আসামি। তিনি দীর্ঘদিন যাবত পালাতক ছিলেন। পরে গোপনে এলাকায় এলে তাকে গ্রেফতার করা হয়। আর সোমবার সকালে গ্রেফতারকৃতকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হবে।