লুৎফর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ)
নেশার টাকা না পেয়ে মা‘কে পিটিয়ে হত্যার চেষ্টায় সিরাজগঞ্জের তাড়াশে মো. তারেক হোসেন (২২) নামের এক যুবককে থানা পুলিশ গ্রেফতার করেছেন।
রোববার সন্ধ্যায় তাড়াশ থানা পুলিশ উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মো. তারেক হোসেন উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে।
গ্রেফতারের বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে তারেক হোসেন নেশা গ্রস্থ যুবক। পাশাপাশি বেকারও বটে। আর সে দীর্ঘদিন যাবত নানা ধরনের নেশা গ্রহন করে আসছে এবং নেশার টাকার জন্য মা তারা বেগম(৫৫)কে প্রায়ই মারধর করে থাকে।
তারই ধারাবাহিকতায় নেশাগ্রস্থ তারেক হোসেন রোববার সকাল থেকে নেশা কেনার টাকার জন্য মা‘কে টাকা দেবার জন্য বলে। এ ছাড়া নেশা গ্রস্থ তারেকের মা বোনোর বাড়িতে আশ্রিত থাকেন। এরপরও ছেলের অত্যাচারে কাজ করে যা পান তা ছেলেকেও দেন। কিন্তু ঘটনার দিন সকাল থেকে ছেলে তারেক টাকা চাইলেও টাকা না থাকায় তিনি তা দিতে পারেনি।
এ দিকে বিকাল চারটার দিকে তারেক বাড়িতে এসে ফের নেশা করার জন্য মায়ের কাছে টাকা চায়। কিন্তু মা তারা বেগম হাতে একদম কোন টাকা- পয়সা নাই বলে জানিয়ে দেন। এ কথা শুনে নেশা টাকা না পেয়ে তারেক তার মাকে লাঠি দিয়ে বেদম পেটাতে থাকে। মারপিটের এক পর্য্যায়ে মায়ের মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে ও তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে লোকজন এসে তারা বেগমকে উদ্ধার করে প্রথমে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর কলে স্বজনরা জানিয়েছেন।
স্থানীয়রা তাড়াশ থানা পুলিশকে জানালে তাড়াশ থানা পুলিশের একটি দল সন্ধ্যার দিকে বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে তারেক হোসেনকে গ্রেফতার করেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, মাকে হত্যার চেষ্টার অভিযোগে ছেলে তারেককে গ্রেফতার করা হয়েছে।