রবিবার , ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

উল্লাপাড়ায় রেললাইনে ট্র্যাজেডি: কিশোর হকার রাহিমের করুণ মৃত্যু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক >>

ট্রেনের নিচে কাটা পড়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাহিম (১৪) নামে এক কিশোর হকারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুর সোয়া ২টার দিকে উল্লাপাড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহিম সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. জয়নালের ছেলে। জীবিকার তাগিদে সে পুনর্বাসন কেন্দ্রে অবস্থান করতো এবং সায়দাবাদ রেলস্টেশনে চানাচুর ও বাদাম বিক্রি করত। স্টেশনটি বন্ধ হয়ে যাওয়ায় রাহিম কড্ডা থেকে উল্লাপাড়ায় যাতায়াত করছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে রাহিম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

এই দুর্ঘটনা এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া ফেলেছে। অনেকেই জানান, শিশুশ্রম ও পথশিশুদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ওসি মো. দুলাল উদ্দিন জানান, রাহিমের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।