এম দুলাল উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ >>
সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অপবাদ দিয়ে মিথ্যা মামলা ও অপপ্রচার চালানোর প্রতিবাদে যৌথ সংবাদ সম্মেলন করেছে দলটির স্থানীয় নেতৃবৃন্দ।
বুধবার (২১ মে) দুপুরে সলঙ্গার আব্দুর রশীদ তর্কবাগীশ পাঠাগার মিলনায়তনে ধুবিল ইউনিয়ন যুবদল, কৃষকদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ধুবিল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, “ব্রিটিশবিরোধী আন্দোলনের সূতিকাগার এই সলঙ্গা থানায় বিএনপি ও অঙ্গসংগঠনের ভাবমূর্তি নষ্টে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আওয়ামী সরকারের দোসররা পরিকল্পিতভাবে আমাদের নিরপরাধ নেতাকর্মীদের জড়িত করে নানা প্রপাগাণ্ডা চালাচ্ছে। আমরা এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং অপচেষ্টার বিরুদ্ধে দলীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অপবাদ দিয়ে মামলা করে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা চলছে। পাশাপাশি, হামলা ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।”
ঘটনার বিস্তারিত তুলে ধরে তিনি জানান, গত শুক্রবার (১৭ মে) ধুবিল ইউনিয়নের নইপাড়া গ্রামে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলেন। জনস্বার্থে সেটি বন্ধ করতে গেলে যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, সদস্য রোকনুজ্জামান, কৃষকদল নেতা সোবহান আলীসহ ১০-১২ জন নেতাকর্মীর ওপর স্থানীয় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। তাদের আটকে রেখে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলের তিনটি ভাংচুর করা হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত নেতাকর্মীদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে শহিদুল ইসলাম নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে উল্টো ছাত্রদল, যুবদল ও কৃষকদল নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজন, সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ ইকবাল বাহার জালাল, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, কৃষক দলের আহ্বায়ক আব্দুল মতিন সরকার, ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ধুবিল ইউনিয়ন কৃষকদলের সভাপতি হাফিজুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা এসব মিথ্যা মামলা ও প্রপাগাণ্ডার তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের জোর দাবি জানান এবং সংশ্লিষ্ট দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।