শুক্রবার , ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

তাড়াশে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় বোখাটে যুবক গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ মে, ২০২৫

লুৎফর রহমান, তাড়াশ, সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাকিবুল হাসান লিখন (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) ভোর ৬ টার দিকে উপজেলার কুন্দইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতার রাকিবুল হাসান লিখন উপজেলার কুন্দইল গ্রামের শাহলম সরদার বড় ছেলে।

স্কুল ছাত্রীর মা জানান, গত (৩০ এপ্রিল) বিদ্যালয় চলাকালীন সময় টিফিন বিরতির সময় একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র লিখন বিদ্যালয়ের চতুর্থ তলায় নিয়ে যায় । সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে রাকিবুল হাসান লিখন। এ সময় মেয়ের চিৎকার শুনে আমার মেয়ের বান্ধবী মিম ও মেহজাবিন ঘটনাস্থলে ছুটে যান। তাকে দেখে রাকিবুল হাসান লিখন পালিয়ে যান।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাকিবুল হাসান লিখন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতার যুবককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।