বৃহস্পতিবার , ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

তাড়াশে নকলের অভিযোগে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

লুৎফর রহমান, তাড়াশ, সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশ ফাজিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় নকলের অভিযোগে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার ছিল দাখিল পরীক্ষার বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষা। ওই কেন্দ্রে মোট সাতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম নিজ গাড়ি দূরে রেখে পায়ে হেঁটে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান। উপস্থিত হয়ে তিনি পরীক্ষাকক্ষে পরিদর্শন চালান এবং নকলের প্রমাণ পেয়ে পাঁচজন পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করেন।

নকল ঠেকাতে প্রশাসনের এই কঠোর অবস্থান শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। ইউএনও নূরুল ইসলাম জানান, “পরীক্ষার স্বচ্ছতা রক্ষা করতে আমরা নিয়মিত তদারকি করছি। কোনো ধরনের অনিয়ম বা নকল সহ্য করা হবে না।”

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিভাবক ও শিক্ষাবিদরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।