শুক্রবার , ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

র‍্যাব-১২-এর অভিযানে বগুড়ায় কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ তিন পাচারকারী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ মে, ২০২৫

কালের বেলা ডেস্ক >>

র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জের একটি সফল অভিযানে বগুড়ার শেরপুর থানা এলাকা থেকে মহামূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ তিনজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৯ মে) সকালে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ মে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বগুড়ার শেরপুর উপজেলার রাজবাড়ি মুকুন্দ গ্রামে একটি টিনশেড ঘরে অভিযান চালায় র‌্যাবের একটি আভিযানিক দল। এ সময় সেখান থেকে কষ্টিপাথরের তৈরি একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া তিনজন হলেন—মো. নাসিম উদ্দিন (২৮), মো. ফরিদ প্রামাণিক (৩৫) ও মো. বুলবুল আহাম্মেদ (৪০)। তারা সবাই বগুড়ার শেরপুর থানার বাসিন্দা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মূর্তিটি বিদেশে পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত মূর্তিটি অত্যন্ত দুষ্প্রাপ্য ও উচ্চমূল্যের হওয়ায় আন্তর্জাতিক চোরাচালান চক্রের একটি অংশ এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।