রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রীর মৃত্যু,আহত ১

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন এবং চালক গুরুতর আহত হয়েছেন। রবিবার (২০ এপ্রিল) বিকেলবেলা হাটিকুমরুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, হাটিকুমরুল বাজার থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা বের হয়ে প্রধান সড়কে উঠছিল। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাদ পরিবহনের একটি যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী, যিনি আনুমানিক ৩৫ বছর বয়সী, মারা যান। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় অটোরিকশা চালক গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে এবং আহত চালককে দ্রুত চিকিৎসার জন্য পাঠায়।

এ বিষয়ে ওসি আব্দুর রউফ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং কোচটি আটক করার চেষ্টা চলছে।