মঙ্গলবার , ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পরিবারে শোকের ছায়া: পানিতে ডুবে চাচা ও ভাতিজির করুণ মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক >>

পুকুরের পানিতে ডুবে চাচা-ভাতিজি সম্পর্কের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে, ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের রায়গঞ্জে শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ পুরাতন পাড়ায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা মেনহাজ আলীর চার বছর বয়সী কন্যা আলফা খাতুন এবং আলহাজ আলীর পাঁচ বছর বয়সী পুত্র হোসেন আলী। পারিবারিক সূত্রে জানা যায়, তারা পরস্পর চাচা-ভাতিজি।

স্থানীয়রা জানান, শিশু দুটি বিকেলে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী দ্রুত উদ্ধার করে—ততক্ষণে সব শেষ।

এই ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শিশুদ্বয়ের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী গভীর শোকাহত।

এই ধরনের দুর্ঘটনা এড়াতে পুকুরপাড়ে সতর্কতা অবলম্বন এবং শিশুদের প্রতি আরও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন মহল।