রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

সেবা খাতে দুর্নীতি রোধে ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

কালের বেলা ডেস্ক >>

দেশজুড়ে সেবা প্রত্যাশীদের হয়রানি, ঘুষ দাবি ও দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত নানা অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসেবে আজ বুধবার (১৬ এপ্রিল) দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে একযোগে অভিযান পরিচালনা করছে সংস্থাটির বিভিন্ন এনফোর্সমেন্ট টিম।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এসব অফিসে সেবা গ্রহীতাদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ দাবি, নকল উত্তোলনে হয়রানি, প্রক্রিয়া বিলম্বসহ ঘুষ লেনদেনের নানা অভিযোগ।

তিনি আরও জানান, অভিযান শেষে বিস্তারিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুদকের এ পদক্ষেপ সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই অভিযানকে স্বাগত জানিয়েছে নাগরিক সমাজ ও সুশাসন নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন। তাদের মতে, এমন পদক্ষেপগুলো নিয়মিত ও কার্যকর হলে প্রশাসনিক দুর্নীতি কমে আসবে এবং সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবা নিশ্চিন্তে পাবে।