শুক্রবার , ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক >>

আনন্দ-উৎসব আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার দিনব্যাপী উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ছিল নানা অনুষ্ঠানমালা।

উপজেলা প্রশাসনের আয়োজনে পান্তা-ইলিশ খাওয়ার মধ্য দিয়ে শুরু হয় নববর্ষ বরণের আনুষ্ঠানিকতা। সকাল সাড়ে ৮টায় পৌর শহরে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরে শোভাযাত্রায় প্রদর্শিত হয় মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি, রঙিন কলস, লাঙল, একতারা ইত্যাদি। নানা সাজে সজ্জিত হয়ে ছেলে-মেয়েরা অংশ নেয় এই উৎসবে। কেউ ছিল গ্রামীণ বধূর সাজে, কেউ নবদম্পতির সাজে, আবার কেউ চাষী বা সাধুর সাজে।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপজেলা শিল্পকলা একাডেমি ও রিমঝিম কচিকাঁচার মেলার শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।

নববর্ষ উদযাপনে পুরো উল্লাপাড়ায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।