কালের বেলা ডেস্ক >>
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজের আকস্মিক মুক্তিকে কেন্দ্র করে মঙ্গলবার (৮ এপ্রিল) রাত থেকে শহরজুড়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়। কোনো পূর্ব ঘোষণা বা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ছাড়াই রাত ৮টা ১৫ মিনিটে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হলে পরিস্থিতি দ্রুত অস্থির হয়ে ওঠে।
মুক্তির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় ছাত্র সমাজ এবং আন্দোলনকারীরা সাবেক এমপিকে শহরতলীতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তার মুক্তির বিরোধিতায় স্লোগান দিতে শুরু করে একটি বড় অংশের বিক্ষুব্ধ জনতা। এতে করে এলাকাজুড়ে বিশৃঙ্খলা দেখা দেয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে সেনাবাহিনী। মেজর মারুফের নেতৃত্বে একটি সেনা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাবেক এমপিকে পুলিশের হেফাজতে নেওয়ার উদ্যোগ গ্রহণ করে। তিনি জানান, “আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে সাবেক এমপিকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করি, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।”
সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, এই বিষয়ে আমরা পূর্বে কোনো তথ্য পাইনি। আগাম জানানো হলে হয়তো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়ানো সম্ভব হতো। বর্তমানে আমরা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি।
সর্বশেষ খবরে জানা যায়, সেনাবাহিনী ও পুলিশের যৌথ তৎপরতায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সিরাজগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, সাবেক এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে নতুন করে চার্জশিট প্রস্তুত করা হচ্ছে এবং আগামীকাল (৯ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হবে।
এই ঘটনার পর শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।