রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

কয়রায় গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

প্রতিনিধি,কয়রা (খুলনা)

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে খুলনার কয়রায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। গতকাল (রোববার) সকাল ১০টায় কয়রা সদরের ঐতিহাসিক মসজিদ-ই আবু বক্কর (রা.) চত্বর থেকে কর্মসূচিটি শুরু হয়। জামায়াতে ইসলামীর কয়রা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিলটি কয়রা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কপোতাক্ষ কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে কয়রার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত মানুষ অংশগ্রহণ করেন। ‘গাজা আজ রক্তাক্ত কেন?’, ‘ইসরায়েলের সন্ত্রাস বন্ধ কর’, ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও’—এমন নানা প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে কয়রার আকাশ।

সমাবেশে বক্তব্য রাখেন কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম ও মাওলানা সুজাউদ্দিন, কয়রা সদর ইউনিয়নের আমির মো. মিজানুর রহমান, বাগালি ইউনিয়নের আমির মাওলানা আব্দুল হামিদ, উত্তর বেদকাশী ইউনিয়নের আমির মাওলানা মতিউর রহমান, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সামিউল ইসলাম এবং কয়রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার জুলফিকার আলম।

বক্তারা বলেন, “ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী যে বর্বর ও অমানবিক হামলা চালাচ্ছে তা মানবতাবিরোধী অপরাধ। এ নিয়ে বিশ্ব সম্প্রদায়ের নিরবতা উদ্বেগজনক। মুসলিম উম্মাহকে এখনই ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে।”

শান্তিপূর্ণভাবে সমাপ্ত এ কর্মসূচি কয়রার জনমনে এক তীব্র প্রতিবাদ ও সংহতির বার্তা পৌঁছে দিয়েছে।