নিজস্ব প্রতিবেদক >>
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার ক্ষুদ্রশিমলা গ্রামে স্থানীয় যুব সমাজের উদ্যোগে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদের বোতল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল ২০২৫) সকালে, ক্ষুদ্রশিমলা গ্রামের কয়েকজন যুবক স্থানীয় শ্রী নারায়ণ (৫০), হরি চন্দ্র (৪৫), জনক (৩৫), গৌতম (৩৬), সাগর (২৫) ও উজ্জ্বল (৩০)-এর বাড়িতে অভিযান চালিয়ে ৬২টি দেশীয় মদের বোতল জব্দ করেন। পরে তারা সলঙ্গা থানা পুলিশকে খবর দিলে, থানার এসআই মনোহর ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত মদের সত্যতা নিশ্চিত করেন।
উদ্ধার অভিযানে রামকৃষ্ণপুর ইউনিয়নের ক্ষুদ্রশিমলা গ্রামের অনেক বাসিন্দা উপস্থিত ছিলেন। তাদের সামনেই পুলিশ উদ্ধারকৃত মদের বোতলগুলো হেফাজতে নেয়। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
এদিকে, গ্রামবাসীরা সলঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন, যাতে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।