শনিবার , ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৩ শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময় করেছে জেলা প্রশাসন।

সোমবার (২৪ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ পৌরসভার মাছুমপুর দক্ষিণ পাড়ায় শহীদ সোহানুর রহমান খান রঞ্জুর বাড়িতে গিয়ে তার স্ত্রী মৌসুমি খাতুন ও শিশু সন্তান রোজার সাথে দেখা করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় তিনি শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে ঈদ উপহার তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনোয়ার হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি ফারুক আফজাল রাজন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইবনে জাহিদ হাসু।

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন পৌরসভার একাডালা গ্রামে শহীদ আবদুল লতিফের বোন সালেহা ও মাসুমার হাতে ঈদ উপহার তুলে দেন। একইভাবে কোল গয়লা এলাকায় শহীদ সুমনের পিতা গঞ্জের আলীর হাতেও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে শহীদ পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।