সোমবার , ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক >>

ঢাকা: দেশের বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীর ঢাকা লেডিজ ক্লাবে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী নেতৃবৃন্দ এবং বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ইফতার মাহফিলে যোগ দিয়ে অনেক শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনদের সঙ্গে দেখা হওয়ার অনুভূতি প্রকাশ করেন ডিআইজি (অব.) খাঁন সাঈদ হাসান জ্যোতি, যিনি বিএনপি’র পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব। তিনি জানান, দীর্ঘদিন পর চেনা মুখগুলোর সঙ্গে পুনর্মিলনের এ সুযোগ তাকে আনন্দিত করেছে। তার সঙ্গে একই টেবিলে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের ভাইস চেয়ারম্যান বাবু তপন চন্দ্র মজুমদার এবং অ্যাডভোকেট এলিনা খাঁন

খাঁন সাঈদ হাসান জ্যোতি তার বক্তব্যে নির্বাচনী গণসংযোগের কারণে এলাকায় অবস্থানের ব্যস্ততার কথা উল্লেখ করেন এবং তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) সংসদীয় আসনসহ উপস্থিত সকলের মঙ্গল কামনা করেন।

উক্ত ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রাণবন্ত এক পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে রমজানের পবিত্রতা ও সৌহার্দ্যের বার্তা বিনিময় করেন।