শুক্রবার , ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

তাড়াশে জামায়াতের ইফতার মাহফিল উদ্যোগে অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

লুৎফর রহমান >>

সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা বিনোদ ইউনিয়ন শাখার
উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ রমজান ) বৃহস্পতিবার বিকেলে
দোবিলা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুড়া বিনোদ ইউনিয়ন
শাখার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন
মাগুড়াবিনোদ ইউনিয়ন জামায়াতের সভাপতি ডাঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবী আমীর মাওলানা আব্দুস সালাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আব্দুল জলিল,চলনবিল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ আব্দুস সাত্তার,উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহজাহান আলী,তাড়াশ পৌর জামায়াতের সভাপতি কাওছার হাবীব,
দোবিলা ইসলামপুর ডিগ্রী কলেজের অধ্যাপক মাওলানা আব্দুস সামাদ,হামকুড়িয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ নুরুল ইসলাম ও ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মহাসীন আলী ।

ইফতার মাহফিল সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডাঃ মনিরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন,পবিত্র রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের‌ষ মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। তারা আরও বলেন, ইসলামের অন্যতম বিধান জাকাত শুধু দান-সাদকার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সমাজে অর্থনৈতিক ভারসাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ধনী-গরিবের মাঝে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য জাকাতের গুরুত্ব অপরিসীম।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।