শুক্রবার , ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, মাদ্রাসায় যাওয়ার পথে আটক বৃদ্ধ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

কালের বেলা ডেস্ক >>

মাদ্রাসা যাওয়ার পথে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৬৫ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার কামারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেলকুচি থানার এসআই আব্দুস সালাম অভিযোগ পাওয়ার পরই দ্রুত ব্যবস্থা নেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি, হাজী আব্দুস সালাম, ওই এলাকারই বাসিন্দা। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

এসআই আব্দুস সালামের ভাষ্যমতে, সকালে শিশুটি প্রতিদিনের মতো মাদ্রাসার পথে রওনা হলে আব্দুস সালাম তাকে বাড়ির কাছে ডেকে নেয়। পরে, কিছু অর্থ দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি শিশুটিকে বাড়ির ভেতরে নেওয়ার চেষ্টা করেন এবং ধর্ষণের চেষ্টা চালান।

তবে, এ সময় স্থানীয় কয়েকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত শিশুটিকে উদ্ধার করে। ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।

এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।