মঙ্গলবার , ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

তাড়াশে ট্রাক্টর উল্টে দুইজনের মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

লুৎফর রহমান >>

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাটি বহনকারী একটি ট্রাক্টর উল্টে দুইজনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. রাজিব সরকার রাজু।

নিহতরা হলেন—বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের মো. সালাম হোসেনের ছেলে মো. রাকিব (২০) ও একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. বাবু (২০)।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের জানান, বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের মধ্য দিয়ে একটি ট্রাক্টর যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক রাকিব ও তার সহযোগী বাবু মারা যান।