মঙ্গলবার , ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৭ মার্চ, ২০২৫

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর ঘাটিনা গ্রামে ট্রেনে কাটা পড়ে রিতু খাতুন (১৮) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

রিতু খাতুন উল্লাপাড়ার কালিগঞ্জ গ্রামের বাসিন্দা প্রয়াত জালাল উদ্দিনের মেয়ে। বাবা-মা না থাকায় তিনি ভাইয়ের সংসারে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী রেল মেরামত দলের প্রধান আব্দুস সামাদ জানান, ঢাকা থেকে ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন চর ঘাটিনা রেল গেট পার হওয়ার সময় রিতু ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান। পরে রেল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সিরাজগঞ্জ রেল পুলিশের পরিদর্শক মো. দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের অনুরোধে মরদেহ হস্তান্তর করা হয়েছে।