কালের বেলা ডেস্ক >>
সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধের ফলে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয় ভূমিকাই অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে।
গত সোমবার রাতে ঘুরকা ইউনিয়নের বাসুদেবকোল গ্রামে সাজাহানের বাড়ি থেকে ডাকাতদল প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়। একই রাতে হাটিকুমরুল ইউনিয়নের মাছিয়া কান্দি গ্রাম থেকে পাঁচটি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের মতে, সম্প্রতি রাতের বেলায় চুরি ও ডাকাতির ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে। বিশেষ করে বনপাড়া মহাসড়কে চুরি-ডাকাতির ঘটনা বাড়ছে, যার প্রধান শিকার হচ্ছেন ব্যবসায়ী ও কৃষকরা। ভুক্তভোগীদের অভিযোগ, থানায় অভিযোগ জানানো হলেও অনেক ক্ষেত্রে প্রতিকার পাওয়া যাচ্ছে না।
সাধারণ মানুষের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয় না হলে অপরাধের মাত্রা আরও বাড়বে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে সলঙ্গার জনগণ নিরাপদে বসবাস করতে পারেন।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুপস্থিত থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এসপি স্যারের অনুমতি ছাড়া আপনাকে কোনো বক্তব্য দিতে পারবো না,” বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।