বৃহস্পতিবার , ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

অবশেষে ঘুসখোর পিআইও’র স্ত্রী-সন্তান-সহ দুদকে মামলা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ, তার স্ত্রী মর্জিনা খাতুন ও ছেলে ফজলে রাব্বি রিয়নের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক তিনটি মামলা দায়ের করেছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শহিদুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে এই মামলাগুলো দায়ের করেন।

মামলার বিবরণ

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, ২০২৩ সালে আবুল কালাম আজাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। ২০২৪ সালের ৮ মে তার ও তার পরিবারের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। ৩ জুলাই তারা সম্পদ বিবরণী জমা দেন।

১. প্রথম মামলা: আবুল কালাম আজাদের বিরুদ্ধে ১ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

দ্বিতীয় মামলা: তার স্ত্রী মর্জিনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্বামীর অবৈধ আয় দ্বারা ১ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৪৮৩ টাকার সম্পদ অর্জন করেছেন। এতে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযুক্ত।

তৃতীয় মামলা: ছেলে ফজলে রাব্বি রিয়নের বিরুদ্ধে বাবার অবৈধ ১ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৯৪১ টাকার সম্পদ ভোগ দখলের অভিযোগ আনা হয়েছে।

মামলার বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, “আমি দুদকে সম্পদ বিবরণী দাখিল করেছিলাম, তবে মামলার বিষয়টি জানা নেই।